Wednesday, August 7, 2019

বিসিএস এর জন্য যেসব বই পড়তে হবে—


বিসিএস এর জন্য কী কী বই পড়তে হবে এবং কীভাবে পড়তে হবে? সে বিষয়ে এখন কথা বলবো। মূলত যারা এখনও শুরুই করেন নি এবং শুরু থেকে শুরু করতে চান তাদের জন্য এই লেখা। আমাদেরকে বিসিএস এর জন্য সাধারণত তিন ধরণের বই পড়তে হবে— আমাদের স্কুল লাইফের কিছু পাঠ্যবই, কিছু রেফারেন্স বই এবং বিসিএস বিষয়ক বিভিন্ন প্রকাশনী হতে প্রকাশিত কিছু ডাইজেস্ট তথা রিভিউ বই। আর যেসব রেফারেন্স বই বিস্তৃত আকারের হওয়ার কারণে তা অধ্যয়ন করা আমাদের জন্য সম্ভব হবে না সেসব ক্ষেত্রে সেইসব বইয়ের ডাইজেস্ট পড়ে নিতে হবে; আর যেসব ক্ষেত্রে এসব বইয়ের ডাইজেস্ট বাজারে প্রিন্টকপি আকারে পাওয়া যাবে না অনলাইনে সেসব পাওয়ার লিংক এই পোস্টে সংযুক্ত করা হয়েছে। তাহলে আসুন এখন আমরা দেখে নিই আমাদেরকে কী কী বই পড়তে হবে।

[] বাংলা ভাষা ও সাহিত্য:
১. বাংলা সাহিত্য বইসমূহ (৬ষ্ঠ-১০ম শ্রেণী) (১৯৯৬ সালের সিলেবাস)।
২. বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণী)।
৩. লাল নীল দীপাবলী -হুমায়ূন আজাদ।
৪. কতো নদী সরোবর -হুমায়ূন আজাদ।
৫. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা -ড. সৌমিত্র শেখর।
৬. MP3 বাংলা।

[] English Language and Literature:
1. Applied English Grammar and Composition – P. C. Das.
2. English Grammar in Use – Raymond Murphy.
3. Common Mistakes in English – T. J. Fitikides.

4. FRIENDS' English Reading Skills (Only Pages 1-48).
5. An ABC of English Literature -Dr M Mofizar Rahman.
6. A Handbook on English Literature.
7. Professor's English for Competition Exams.

[] বাংলাদেশ ও আন্তর্জাতিক:
১. বাংলাদেশ ও বিশ্বপরিচয় (নবম-দশম শ্রেণী)।
২. বিশ্ব রাজনীতির ১০০ বছর -তারেক শামসুর রেহমান।
৩. বাংলাদেশের সংবিধান।
৪. MP3 বাংলাদেশ।
৫. MP3 আন্তর্জাতিক।
৬. কারেন্ট অ্যাফেয়ার্স সালতামামি (২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালের)।
৭. দৈনিক 'প্রথম আলো' অথবা, সাপ্তাহিক 'নিউজপেপার ডাইজেস্ট'।
৮. তথ্য— অর্থনৈতিক সমীক্ষা।

[] সাধারণ বিজ্ঞান:
১. সাধারণ বিজ্ঞান (৮ম শ্রেণী) (১৯৯৬ সালের সিলেবাস)।
২. সাধারণ বিজ্ঞান (৯ম-১০ম শ্রেণী) (১৯৯৬ সালের সিলেবাস)।
৩. MP3 দৈনন্দিন বিজ্ঞান।

[] কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি:
১. কম্পিউটার শিক্ষা (৯ম-১০ম শ্রেণী) (১৯৯৬ সালের সিলেবাস)।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (নবম-দশম শ্রেণী) (ডাইজেস্ট)।
৩. উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি -প্রকৌশলী মুজিবুর রহমান (ডাইজেস্ট)।
৪. MP3 কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি।

[] গাণিতিক যুক্তি:
১. নিম্ন মাধ্যমিক গণিত (৬ষ্ঠ শ্রেণী)।
২. নিম্ন মাধ্যমিক গণিত (৭ম শ্রেণী)।
৩. নিম্ন মাধ্যমিক গণিত (৮ম শ্রেণী)।
৪. মাধ্যমিক গণিত (৯ম-১০ম শ্রেণী) (১৯৯৬ সালের সিলেবাস)।
৫. উচ্চতর গণিত (সম্ভাবনা, সমাবেশ ও বিন্যাস— শুধু এই তিনটি অধ্যায়)।
৬. BCS Shortcut Math -মোহাম্মদ আরিফুর রহমান।
৭. MP3 Math Review.

[] মানসিক দক্ষতা:
১. Professor's মানসিক দক্ষতা।
২. MP3 মানসিক দক্ষতা।

[] ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা:
১. মাধ্যমিক ভূগোল (৯ম-১০ম শ্রেণী) (১৯৯৬ সালের সিলেবাস)।
২. ভূগোল ও পরিবেশ (৯ম-১০ম শ্রেণী)।
৩. টুলস— World MAP ও বাংলাদেশ ম্যাপ (জাহিদ সোহেল)।
৪. MP3 ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা।

[] নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন:
১. পৌরনীতি ও সুশাসন (নবম-দশম শ্রেণী)।
২. উচ্চ মাধ্যমিক পৌরনীতি (২য় পত্র) (মোজাম্মেল হক) (PSC এর সিলেবাসের অন্তর্ভুক্ত অংশ)।
৩. নাগরিকদের জানা ভালো -মুহাম্মদ হাবিবুর রহমান।
৪. MP3 নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন।

[] এবং:
১. সামাজিক বিজ্ঞান (নবম-দশম শ্রেণী) (১৯৯৬ সালের সিলেবাস)।
২. মাধ্যমিক ইতিহাস (৯ম-১০ম শ্রেণী)।
৩. BCS প্রিলিমিনারি প্রশ্নব্যাংক।
৪. BCS প্রিলিমিনারি ডাইজেস্ট।
৫. কারেন্ট অ্যাফেয়ার্স BCS বিশেষ সংখ্যা (English Literature অংশ খুব ভালো থাকে এবং কয়েকটি কমন পড়ে)।


♦ Note—
১. বাংলা সাহিত্য বইসমূহ (৬ষ্ঠ-১০ম শ্রেণী): লেখক পরিচিতি, শব্দার্থ ও টীকা এবং গুরুত্বপূর্ণ বানান।
২. লাল নীল দীপাবলী: পুরোটা পড়তে হবে। তবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মাঝে মাঝে দেখার জন্য ডাইজেস্ট দেখতে হবে।
৩. কতো নদী সরোবর: পুরোটা পড়লে ভালো; তবে এর ডাইজেস্ট পড়লেও হবে।
৪. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (নবম-দশম শ্রেণী): ডাইজেস্ট পড়লেই হবে।
৫. উচ্চ মাধ্যমিক 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি' -প্রকৌশলী মুজিবুর রহমান: ডাইজেস্ট পড়লেই হবে।
৬. বাংলাদেশ ও বিশ্বপরিচয় (নবম-দশম শ্রেণী): পুরোটা একবার পড়তে হবে।
৭. মাধ্যমিক ভূগোল (নবম-দশম শ্রেণী): ভালোভাবে পড়তে হবে। আর চর্চা করার জন্য ডাইজেস্ট দেখতে হবে।
এছাড়াও, বিভিন্ন বইয়ের ডাইজেস্ট পড়তে ভিজিট করুন→

আর, ১৯৯৬ সালের সিলেবাসের বইগুলো এখন দুর্লভ। তবে এসব আমাদের সংগ্রহে আছে। এসব বই এর PDF কপি পেতে হলে ইনবক্সে জানাতে হবে।

BCS Preparation Program | স্বপ্ন যখন বিসিএস।

No comments:

Post a Comment