এই বইগুলো মূলত তারাই পড়বেন যারা অনার্স সেকেন্ড/ থার্ড ইয়ার কিংবা ফোর্থ ইয়ারে পড়েন এবং এক্সিলেন্ট প্রস্তুতি নিতে চান। কারণ এতে ব্যাপক সময় দিতে হবে। পড়াশুনা শেষ করার পরে এসে এসব বই পড়া শুরু না করাই ভালো; সেক্ষেত্রে এসব বইয়ের ডাইজেস্ট পড়ে নিন।
তাহলে আসুন দেখে নিই বিসিএস এর এক্সিলেন্ট প্রস্তুতি নিতে কী কী রেফারেন্স বই পড়তে হবে—
১. বাংলা সাহিত্যের ইতিহাস – মাহবুবুল আলম।
2. A Passage to the English Language – S. M. Zakir Hossain.
৩. সংবিধান, সংবিধানিক আইন ও রাজনীতি – মোঃ আব্দুল হালিম।
৪. আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন ও পররাষ্ট্রনীতি – মোঃ আব্দুল হাই।
৫. বিশ্ব রাজনীতির ১০০ বছর – তারেক শামসুর রেহমান।
৬. নাগরিকদের জানা ভালো – মুহাম্মদ হাবিবুর রহমান।
৭. অসমাপ্ত আত্নজীবনী – শেখ মুজিবুর রহমান।
৮. আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর – আবুল মনসুর আহমদ।
৯. আমি বিজয় দেখেছি – এম আর আখতার মুকুল।
১০. স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র – হাসান হাফিজুর রহমান।
এই বইগুলোর PDF কপি ডাউনলোড করতে এখানে–ক্লিক–করুন।
Note: এসবের মধ্যে যেসব বইয়ের নাম আমি এর পূর্বের লেখায় উল্লেখ করেছি সেসব বই সবাই পড়বেন তথা উপরের ৫, ৬ এবং ৭ নম্বর বইগুলো।
No comments:
Post a Comment